মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩০৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ
৪৩০৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, একদা আমরা গ্রীষ্মের দুপুরে আমাদের গৃহে বসা ছিলাম। এমন সময় জনৈক ব্যক্তি আবু বকরকে বলিয়া উঠিল, ঐ যে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দ্বারা মাথা ঢাকিয়া এই দিকে আগমন করিতেছেন। —বুখারী
كتاب اللباس
وعنها قَالَت: بَينا نَحْنُ جُلُوسٌ فِي بَيْتِنَا فِي حَرِّ الظَّهِيرَةِ قَالَ قَائِلٌ لِأَبِي بَكْرٍ: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقْبِلًا مُتَقَنِّعًا. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসটি হিজরত সংক্রান্ত দীর্ঘ হাদীসের একাংশ। আরববাসীরা ছাতার পরিবর্তে মাথায় রুমাল ব্যবহার করিত। বর্তমানেও সেই নিয়ম প্রচলিত রহিয়াছে।