মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪৩০৩
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে
৪৩০৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা একটি ইঁদুর জ্বলন্ত একটি সলতা টানিয়া আনিল এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সম্মুখে ঐ চাটাইয়ের উপর রাখিয়া দিল, যাহার উপরে তিনি উপবিষ্ট ছিলেন। ফলে উহার এক দিরহাম পরিমাণ জায়গা জ্বলিয়া গেল। তখন তিনি বলিলেনঃ (রাত্রে) যখন তোমরা ঘুমাইবে, তখন চেরাগ, বাতি ইত্যাদি নিভাইয়া ফেলিবে। কেননা, শয়তান এই জাতীয় অনিষ্টকর প্রাণীকে উদ্বুদ্ধ করে, ফলে তাহারা তোমাদের মধ্যে আগুন ধরাইয়া দেয়। –আবু দাউদ
وَعَن ابنِ عبَّاسٍ قَالَ: جَاءَتْ فَأْرَةٌ تَجُرُّ الْفَتِيلَةَ فَأَلْقَتْهَا بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْخَمْرَةِ الَّتِي كَانَ قَاعِدًا عَلَيْهَا فَأَحْرَقَتْ مِنْهَا مِثْلَ مَوْضِعِ الدِّرْهَمِ فَقَالَ: «إِذَا نِمْتُمْ فَأَطْفِئُوا سُرُجَكُمْ فَإِنَّ الشَّيْطَانَ يَدُلُّ مِثْلَ هَذِهِ عَلَى هَذَا فَيَحْرِقُكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
وَهَذَا الْبَاب خَال من الْفَصْل الثَّالِث
وَهَذَا الْبَاب خَال من الْفَصْل الثَّالِث
