মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৮৮
৪. প্রথম অনুচ্ছেদ - নাক্বী‘ ও নাবীয সম্পর্কীয় বর্ণনা
৪২৮৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাত্রের প্রথম ভাগে নাবীয তৈয়ার করা হইত। তিনি উহা পরবর্তী দিন সকালে, ইহার পরের রাত্রে, দ্বিতীয় দিনে ও দ্বিতীয় রাত্রে এবং তৃতীয় দিন আছর পর্যন্ত পান করিতেন। ইহার পরও যদি কিছু অবশিষ্ট থাকিত, তখন উহা চাকর-বাকরদিগকে পান করাইতেন অথবা ফেলিয়া দেওয়ার জন্য নির্দেশ করিতেন, তখন উহা ফেলিয়া দেওয়া হইত।—মুসলিম
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنْبَذُ لَهُ أَوَّلَ اللَّيْلِ فَيَشْرَبُهُ إِذَا أَصْبَحَ يَوْمَهُ ذَلِكَ وَاللَّيْلَةَ الَّتِي تَجِيءُ وَالْغَدَ وَاللَّيْلَةَ الْأُخْرَى وَالْغَدَ إِلَى الْعَصْرِ فَإِنْ بَقِيَ شَيْءٌ سَقَاهُ الْخَادِمَ أَوْ أَمَرَ بهِ فصُبَّ. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
ঋতু বা মওসুমের পরিবর্তনে নাবীয়ের মধ্যে নেশা সৃষ্টি হওয়া বা না হওয়ার ব্যাপারে সময়ের ব্যবধান হয়। যেমন, গ্রীষ্মের মওসুমে কোন জিনিস যত তাড়াতাড়ি নষ্ট হইয়া যায়, শীতের সময় তত তাড়াতাড়ি নষ্ট হয় না। এই প্রেক্ষিতে নবী (ﷺ) প্রস্তুত নাবীয তৃতীয় দিন পর্যন্ত পান করিয়াছেন।
