মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৮৬
৪. প্রথম অনুচ্ছেদ - নাক্বী‘ ও নাবীয সম্পর্কীয় বর্ণনা
৪৩৮৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার এই পেয়ালা দ্বারা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরেক প্রকারের পানীয় পান করাইতাম, যেমন—মধু, নাবীয, পানি ও দুধ। মুসলিম
بَابُ النَّقِيعِ وَالْأَنْبِذَةِ: الْفَصْل الأول
عَن أنسٍ قَالَ: لَقَدْ سَقَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحِي هَذَا الشَّرَابَ كُلَّهُ: الْعَسَلَ والنَّبيذَ والماءَ وَاللَّبن. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

আঙ্গুর ভিজাইয়া যে মদ প্রস্তুত করা হয়, উহাকে নাকী' বলে। তবে উহাকে আগুনে পাকানো হয় না। আর আঙ্গুর, কিশমিশ ও খোরমা ইত্যাদি ভিজাইয়া যে মিঠা শরবত প্রস্তুত করা হয় উহাকে বলা হয় নারীয়। ইহাকেও আগুনে পাকানো হয় না। অবশ্য প্রথমটির মধ্যে নেশা হয়; কিন্তু নাবীযের মধ্যে সাধারণত নেশা হয় না। ইমামদের সর্বসম্মত মতে ইহা হালাল। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর ইহাতেও নেশা সৃষ্টি হয়, তখন উহা হারামে পরিণত হয়। আরবদের নিকট নাবীয একটি প্রিয় পানীয় বস্তু। ইহা স্বাস্থ্য ও মস্তিস্কের জন্য খুবই উপকারী। এই অধ্যায়ের হাদীসে এই সকল পানীয় বস্তু সম্পর্কে আলোচনা করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২৮৬ | মুসলিম বাংলা