মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৭৭
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৭৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) (কিছু পান করিবার সময়) পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলিতে এবং উহার মধ্যে ফুঁ দিতে নিষেধ করিয়াছেন। –আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَنَفَّسَ فِي الْإِنَاءِ أَوْ يُنْفَخَ فِيهِ. رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
নিঃশ্বাস ফেলার প্রয়োজন হইলে পাত্র হইতে মুখ সরাইয়া শ্বাস ফেলিবে। আর খাদ্যবস্তু গরম হইলে ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করিবে।
