মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৭৫
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৭৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যমানায় চলা অবস্থায় খাইতাম এবং দাঁড়ানো অবস্থায় পান করিতাম। —তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী। ইমাম তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি হাসান, সহীহ্ ও গরীব
الْفَصْل الثَّانِي
عَن ابنِ عمَرَ قَالَ: كُنَّا نَأْكُلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَمْشِي وَنَشْرَبُ وَنَحْنُ قِيَامٌ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

হাঁটা-চলা অবস্থায় কিছু খাওয়া মাকরূহ। তবে সাহাবীদের এই কাজ সম্পর্কে নবী (ﷺ) ওয়াকিফ ছিলেন কিনা হাদীসে উহার উল্লেখ নাই। অথবা যুদ্ধ বা সফর অবস্থায় বসার সুযোগের অভাবে দাঁড়াইয়া বা হাঁটা অবস্থায় পানাহার করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২৭৫ | মুসলিম বাংলা