আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
৩৯১৯। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আমর ইবনে ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দাদা [সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ ইবনুল আস (রাযিঃ)] আমাকে জানিয়েছেন যে, আবান ইবনে সাঈদ (রাযিঃ) নবী কারীম (ﷺ)- এর কাছে এসে সালাম দিলেন। তখন আবু হুরায়রা (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! এ লোক তো ইবনে কাওকাল (রাযিঃ)-এর হত্যাকারী! তখন আবান (রাযিঃ) আবু হুরায়রা (রাযিঃ)-কে বললেন, আশ্চর্য! দান পাহাড়ের চূড়া থেকে অকস্মাৎ নেমে আসা বুনো বিড়াল! সে এমন এক ব্যক্তির সম্পর্কে আমাকে দোষারোপ করছে যাকে আল্লাহ্ আমার হাত দ্বারা সম্মানিত করেছেন (শাহাদত দান করেছেন)। আর তাঁর হাত দ্বারা অপমানিত হওয়া থেকে আমাকে রক্ষা করেছেন।*
*কেননা উহুদের যুদ্ধে তিনি কাফের ছিলেন। আর সে অবস্থায় তিনি যদি কাওকাল (রাযিঃ)-এর হাতে নিহত হতেন তাহলে অবশ্যই তিনি পরকালে আল্লাহর আযাবের উপযুক্ত হতেন এবং চিরকাল লাঞ্ছিত থাকতেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন