আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪২৩৭
২২০২. খায়বারের যুদ্ধ
৩৯১৮। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... আমবাসা ইবনে সাঈদ (রাহঃ) থেকে বর্ণিত যে, আবু হুরায়রা (রাযিঃ) নবী কারীম (ﷺ)- এর কাছে এসে (খায়বার যুদ্ধের গনীমতের) অংশ চাইলেন। তখন বনু সাঈদ ইবনে আস গোত্রের জনৈক ব্যক্তি বলে উঠলো, না, তাকে (খায়বারের গনীমতের অংশ) দিবেন না। আবু হুরায়রা (রাযিঃ) বললেন, এ লোক তো ইবনে কাওকালের হত্যাকারী (কাজেই তাকে না দেওয়া হোক)। কথাটি শুনে সে ব্যক্তি বললো, বাহ! দান পাহাড় থেকে নেমে আসা অদ্ভুত বিড়ালের কথায় আশ্চর্য বোধ করছি।
যুবায়দী-যুহরী-আমবাসা ইবনে সাঈদ (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি সাইদ ইবনে আস (রাযিঃ) সম্পর্কে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আবান [ইবনে সাঈদ (রাযিঃ)]-এর নেতৃত্বে একটি সৈন্যদল মদীনা থেকে নাজদের দিকে পাঠিয়েছিলেন। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী কারীম (ﷺ) যখন খায়বার বিজয় করে সেখানে অবস্থানরত ছিলেন তখন আবান (রাযিঃ) ও তাঁর সঙ্গীগণ সেখানে এসে তাঁর [নবী কারীম (ﷺ)- এর] সাথে মিলিত হলেন। তাদের ঘোড়াগুলোর লাগাম ছিল খেজুরের ছালের বানানো। (অর্থাৎ তাঁরা ছিলেন বড়ই নিঃস্ব)
আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! তাদেরকে কোন অংশ দিবেন না। তখন আবান (রাযিঃ) বললেন, আরে বুনো বিড়াল, দান পাহাড় থেকে নেমে আসছ বরং তুমিই না পাওয়ার যোগ্য। নবী কারীম (ﷺ) বললেন, হে আবান, বসো। নবী কারীম (ﷺ) তাদেরকে (আবান ও তার সঙ্গীদেরকে) অংশ দিলেন না।*
*উহুদের যুদ্ধে আবান ইবনে সাঈদ কাফের ছিলেন এবং কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধ করে নুমান ইবনে কাওকাল (রাযিঃ)-কে শহীদ করেন। এরপর তিনি খায়বারের যুদ্ধের পূর্বেই ইসলাম গ্রহণ করে মুসলিম হন। বিতর্কের মুহূর্তে আবু হুরায়রা (রাযিঃ) সে দিকেই ইঙ্গিত করেছেন। ‘দান’ আরবের দাওস এলাকার একটি পাহাড়ের নাম। আবু হুরায়রা (রাযিঃ)-এর গোত্র সেখানেই বাস করতো। এ জন্যই আবান (রাযিঃ) আবু হুরায়রা (রাযিঃ)-কে তাঁর উপনামের অর্থ ও ঐ পাহাড়ের সাথে মিলিয়ে বলেছেন, বুনো বিড়াল, দান পাহাড় থেকে এসেছে।
যুবায়দী-যুহরী-আমবাসা ইবনে সাঈদ (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি সাইদ ইবনে আস (রাযিঃ) সম্পর্কে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আবান [ইবনে সাঈদ (রাযিঃ)]-এর নেতৃত্বে একটি সৈন্যদল মদীনা থেকে নাজদের দিকে পাঠিয়েছিলেন। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী কারীম (ﷺ) যখন খায়বার বিজয় করে সেখানে অবস্থানরত ছিলেন তখন আবান (রাযিঃ) ও তাঁর সঙ্গীগণ সেখানে এসে তাঁর [নবী কারীম (ﷺ)- এর] সাথে মিলিত হলেন। তাদের ঘোড়াগুলোর লাগাম ছিল খেজুরের ছালের বানানো। (অর্থাৎ তাঁরা ছিলেন বড়ই নিঃস্ব)
আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! তাদেরকে কোন অংশ দিবেন না। তখন আবান (রাযিঃ) বললেন, আরে বুনো বিড়াল, দান পাহাড় থেকে নেমে আসছ বরং তুমিই না পাওয়ার যোগ্য। নবী কারীম (ﷺ) বললেন, হে আবান, বসো। নবী কারীম (ﷺ) তাদেরকে (আবান ও তার সঙ্গীদেরকে) অংশ দিলেন না।*
*উহুদের যুদ্ধে আবান ইবনে সাঈদ কাফের ছিলেন এবং কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধ করে নুমান ইবনে কাওকাল (রাযিঃ)-কে শহীদ করেন। এরপর তিনি খায়বারের যুদ্ধের পূর্বেই ইসলাম গ্রহণ করে মুসলিম হন। বিতর্কের মুহূর্তে আবু হুরায়রা (রাযিঃ) সে দিকেই ইঙ্গিত করেছেন। ‘দান’ আরবের দাওস এলাকার একটি পাহাড়ের নাম। আবু হুরায়রা (রাযিঃ)-এর গোত্র সেখানেই বাস করতো। এ জন্যই আবান (রাযিঃ) আবু হুরায়রা (রাযিঃ)-কে তাঁর উপনামের অর্থ ও ঐ পাহাড়ের সাথে মিলিয়ে বলেছেন, বুনো বিড়াল, দান পাহাড় থেকে এসেছে।
