মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৫০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - অতিথি আপ্যায়ন প্রসঙ্গে
৪২৫০। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ ঈমানদার ব্যক্তি ও ঈমানের দৃষ্টান্ত হইল খুঁটায় বাধা ঘোড়ার ন্যায় উহা চক্কর কাটিতে থাকে। অবশেষে উক্ত খুঁটার দিকেই ফিরিয়া আসে। অনুরূপভাবে কোন মু'মিন (কখনও কখনও) ভুলভ্রান্তিতে লিপ্ত হয়, আবার ঈমানের দিকে প্রত্যাবর্তন করে। অতএব, তোমাদের খানা-খাদ্য (খাদ্যবস্তু) পরহেযগার লোকদিগকে খাওয়াও এবং তোমাদের দান-খয়রাত ঈমানদারদিগকে প্রদান কর। —বায়হাকী শোআবুল ঈমানে এবং আবু নোআইম হিলয়া গ্রন্থে
وَعَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَثَلُ الْمُؤْمِنِ وَمَثَلُ الْإِيمَانِ كَمَثَلِ الْفَرَسِ فِي آخِيَّتِهِ يَجُولُ ثُمَّ يَرْجِعُ إِلَى آخِيَّتِهِ وَإِنَّ الْمُؤْمِنَ يَسْهُو ثُمَّ يَرْجِعُ إِلَى الْإِيمَانِ فَأَطْعِمُوا طَعَامَكُمُ الْأَتْقِيَاءَ وَأَوْلُوا مَعْرُوفَكُمُ الْمُؤْمِنِينَ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» وَأَبُو نُعَيْمٍ فِي «الْحِلْية»
হাদীসের ব্যাখ্যা:
খুঁটিতে বাঁধা জানোয়ার যেমন দড়ির পরিধির মধ্যে ঘুরিতে থাকে, অবশেষে খুঁটির গোড়ায় ফিরিয়া আসে, তেমনি কোন ঈমানদার যদিও গোনাহে লিপ্ত হয়, পরে অনুশোচনা জাগ্রত হইলে তওবা করিয়া ঈমানের দিকে ফিরিয়া আসে এবং ইবাদতের যাহাকিছু খোয়াইয়াছে তাহা পূরণ করিয়া লয়।
