মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৪২
তৃতীয় অনুচ্ছেদ
৪২৪২। হযরত নোবায়শা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন পাত্রে খায় এবং পরে উহা চাটিয়া লয়, তখন পাত্রটি তাহাকে (লক্ষ্য করিয়া) বলে; আল্লাহ্ তোমাকে জাহান্নামের আগুন হইতে মুক্ত রাখুন, যেমন তুমি আমাকে শয়তান হইতে মুক্ত রাখিয়াছ। —রাযীন
وَعَن نُبَيْشَة قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَكَلَ فِي قَصْعَةٍ ثُمَّ لَحِسَهَا تَقُولُ لَهُ الْقَصْعَةُ: أَعْتَقَكَ اللَّهُ مِنَ النَّارِ كَمَا أعتقتَني منَ الشيطانِ . رَوَاهُ رزين

হাদীসের ব্যাখ্যা:

খাদ্যপাত্র চাটিয়া না খাইলে অবশিষ্ট অংশ শয়তানে খায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান