মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৩৬
তৃতীয় অনুচ্ছেদ
৪২৩৬। হযরত মুগীরা ইবনে শো'বা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে (জনৈক ব্যক্তির বাড়ীতে) মেহমান হইলাম। তিনি লোকটিকে বকরীর পাজরের গোশত তৈয়ার করিতে বলিলেন, উহা ভুনা হইল । অতঃপর তিনি ছুরি লইয়া ঐ স্থান হইতে গোশত কাটিয়া আমাকে দিতে লাগিলেন। এমন সময় বেলাল (রাঃ) আসিয়া তাহাকে নামাযের সংবাদ দিলেন। তিনি (বিরক্তির সাথে) ছুরিখানা ফেলিয়া দিলেন এবং বলিলেনঃ তাহার কি হইল ? তাহার হস্তদ্বয়ে মাটি লাগুক। মুগীরা বলেন, তাহার গোঁফ বেশ লম্বা হইয়া গিয়াছিল, তখন তিনি আমাকে বলিলেনঃ আমি তোমার গোঁফ মিসওয়াকে রাখিয়া কাটিয়া দিব। অথবা বলিলেন, উহা মিসওয়াকে রাখিয়া কাটিয়া লও। —তিরমিযী
الْفَصْلُ الثَّالِثُ
عَن المغيرةِ بن شعبةَ قَالَ: ضِفْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَأَمَرَ بِجَنْبٍ فَشُوِيَ ثُمَّ أَخَذَ الشَّفْرَةَ فَجَعَلَ يَحُزُّ لِي بِهَا مِنْهُ فَجَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَأَلْقَى الشَّفْرَةَ فَقَالَ: «مَا لَهُ تَرِبَتْ يَدَاهُ؟» قَالَ: وَكَانَ شارِبُه وَفَاء فَقَالَ لي: «أُقْصُّه عَلَى سِوَاكٍ؟ أَوْ قُصَّهُ عَلَى سِوَاكٍ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
تربت يداه এই বাক্যটি আরবরা নিন্দা ও ভৎসনার স্থলে ব্যবহার করে। ইহা যদিও বাহ্যিক অর্থে বদ দো'আ বুঝা যায়, কিন্তু এখানে তাহা নহে; বরং বিরক্তি প্রকাশ। অর্থাৎ, তখন ছিল এশার নামাযের ওয়াক্ত সময়ও ছিল প্রশস্ত। সুতরাং আমরা যখন খাওয়ায় মশণ্ডল, তখন এত তাড়াহুড়ার কি প্রয়োজন ছিল?
