মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২০৫
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২০৫। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ খানা খাইয়া শোকর আদায়কারী সংযমী রোযাদারের ন্যায় (সওয়াবের অধিকারী হয়)। — তিরমিযী।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطَّاعِمُ الشَّاكِرُ كَالصَّائِمِ الصابر» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
ন্যূনতম শোকর হইল খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ্ বলা। আর ন্যূনতম সংযম হইল, রোযা নষ্ট হয় এমন বস্তু হইতে নিজেকে বাঁচাইয়া রাখা।
