মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৯৮
প্রথম অনুচ্ছেদ
৪১৯৮। হযরত মেকদাম ইবনে মা'দীকারিব (রাঃ) হইতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমরা তোমাদের খাদ্য-দ্রব্যকে মাপিয়া লও, ইহাতে তোমাদের জন্য বরকত দেওয়া হইবে। —বুখারী
وَعَن المِقدامِ بن معدي كرب عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كيلوا طَعَامك يُبَارك لكم فِيهِ» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
কম রাঁধিলে পরিবারস্থ লোকদের কষ্ট হইবে। আর বেশী রাঁধিলে অপচয় হইবে। অথবা ক্রয়-বিক্রয়ের সময় মাপিয়া লেনদেন করার নির্দেশ দেওয়া হইয়াছে।
