মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৯২
প্রথম অনুচ্ছেদ
৪১৯২। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, কখনো কখনো আমাদের উপর গোটা একটি মাস অতিবাহিত হইত, তন্মধ্যে আমরা আগুন জ্বালাইতাম না, শুধু খোরমা ও পানি দ্বারাই আমাদের গুজরান হইত। তবে কোন সময়ে কিছু গোশত (হাদিয়া স্বরূপ) আসিয়া পড়িলে (তাহা খাওয়ার সুযোগ হইত)। —মোত্তাঃ
وَعَنْهَا قَالَتْ: كَانَ يَأْتِي عَلَيْنَا الشَّهْرُ مَا نُوقِدُ فِيهِ نَارًا إِنَّمَا هُوَ التَّمْرُ وَالْمَاءُ إِلَّا أَنْ يُؤْتَى بِاللُّحَيْمِ
