মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪১৮৪
প্রথম অনুচ্ছেদ
৪১৮৪। হযরত সায়ীদ ইবনে যায়দ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ ব্যাঙের ছাতা মান্ন জাতীয় এবং উহার পানি চক্ষুর জন্য নিরাময়। মোত্তাঃ, আর মুসলিমের এক রেওয়ায়তে আছে, সেই মান্ন বিশেষ যাহা আল্লাহ্ তা'আলা হযরত মুসা (আঃ)-এর প্রতি অবতীর্ণ করিয়াছিলেন।
وَعَن سعيد بنِ زيدٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: «مِنَ الْمَنِّ الَّذِي أنزلَ اللَّهُ تَعَالَى على مُوسَى عَلَيْهِ السَّلَام»

হাদীসের ব্যাখ্যা:

বনী ইসরাঈল তীহ্ ময়দানে যে আসমানী খাদ্য পাইয়াছিলেন তন্মধ্যে একটি ছিল মান্ন। কোরআনের বাণী وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ الكماة হিন্দীতে উহাকে খুম্বী বলে। আমাদের ভাষায় ব্যাঙের ছাতা। বিনা পরিশ্রমে এমন একটি মূল্যবান সম্পদ পাওয়া যায় বলিয়া উহাকে মান্ন বলা হইয়াছে। উহা চক্ষু রোগের মহৌষধ ছাড়া খাদ্যেও ব্যবহৃত হয়, তবে সাবধান ! উহা বিভিন্ন প্রকারের হয়, না চিনিয়া ব্যবহার করা মারাত্মক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান