মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪১৭৫
প্রথম অনুচ্ছেদ
৪১৭৫। ইমাম মুসলিম আবু মুসা ও ইবনু উমার (রাঃ) হতে শুধুমাত্র রসূলুল্লাহ (ﷺ) বর্ণিত বাণীটিই (অর্থাৎ- اِنَّ الْمُؤْ مِنَ يَأْكُلُ.....) বর্ণনা করেছেন।
وَرَوَى مُسْلِمٌ عَنْ أَبِي مُوسَى وَابْنِ عُمَرَ الْمسند مِنْهُ فَقَط
tahqiqতাহকীক:তাহকীক চলমান