মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৭৩
প্রথম অনুচ্ছেদ
৪১৭৩। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি অধিক পরিমাণে খানা খাইত, পরে সে ইসলাম গ্রহণ করিল। তখন সে অল্প খাইতে লাগিল। ব্যাপারটি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলে তিনি বলিলেন: মু'মিন খায় এক পাকস্থলীতে আর কাফের খায় সাত পাকস্থলীতে। বুখারী,
وَعَنْهُ أَنَّ رَجُلًا كَانَ يَأْكُلُ أَكْلًا كَثِيرًا فَأَسْلَمَ فَكَانَ يَأْكُلُ قَلِيلًا فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ الْمُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سبعةِ أمعاء» . رَوَاهُ البُخَارِيّ
