মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৬৯
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৬৯। কাতাদাহ (রাঃ) হইতে বর্ণিত, হযরত আনাস (রাঃ) বলিয়াছেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও টেবিলে রাখিয়া আহার করেন নাই এবং ছোট ছোট পেয়ালাবিশিষ্ট খাঞ্চায়ও খানা খান নাই। আর তাহার জন্য কখনও চাপাতি রুটিও তৈয়ার করা হয় নাই। কাতাদাহকে জিজ্ঞাসা করা হইল, তবে তাহারা কিভাবে খাইতেন? তিনি বলিলেন, সাধারণ দস্তরখান বিছাইয়া আহার করিতেন। বুখারী
كتاب الأطعمة
وَعَن قَتَادَة عَنْ أَنَسٍ قَالَ: مَا أَكَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خِوَانٍ وَلَا فِي سُكُرَّجَةٍ وَلَا خُبِزَ لَهُ مُرَقَّقٌ قِيلَ لِقَتَادَةَ: على مَ يَأْكُلُون؟ قَالَ: على السّفر. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
চৌকি কিংবা টেবিলে খাবার রাখিয়া খাওয়ার সময় মাথা-ঘাড় নীচু করিতে হয় না। মূলত উহা আরামপ্রিয় বিলাসী লোকদের অভ্যাস। ইহাতে মনের মধ্যে কিছুটা অহংকারেরও উদ্রেক হয়। তাই এইভাবে খাওয়া মাকরূহ্। মেঝের উপর দস্তরখান বিছাইয়া বড় এক প্লেট বা বরতনে অনেকে একত্রে বসিয়া খানা খাওয়াই হইল খানার সুন্নত তরীকা।