মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪১৬৪
প্রথম অনুচ্ছেদ
৪১৬৪। হযরত কা'ব ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আঙ্গুলে খানা খাইতেন এবং হাত মোছার পূর্বে উহা চাটিয়া নিতেন। —মুসলিম
وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ بِثَلَاثَةِ أَصَابِعَ وَيَلْعَقُ يَدَهُ قَبْلَ أَن يمسحها. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

১. তিন আঙ্গুলে খাওয়া তখনই সুন্নত হিসাবে পরিগণিত হইবে, যদি উহার অধিক অঙ্গুলী ব্যবহার করার প্রয়োজন না হয়। প্রয়োজনে সব অঙ্গুলী ব্যবহার করায় কোন দোষ নাই। খাওয়ার শেষে অঙ্গুলী চাটিয়া খাওয়া সুন্নত।

২. উলামায়ে কেরাম বলেন, তিনটি আঙ্গুল দিয়ে খাওয়া মুস্তাহাব। বিশেষ প্রয়োজন হলে চার বা পাঁচ আঙ্গুলে খাবে না। অবশ্য কোনও কোনও বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার আঙ্গুল দিয়েও কখনও কখনও খেয়েছেন। তবে তিনি দু'টি আঙ্গুল দিয়ে খেতেন না। এর কারণ কোনও কোনও বর্ণনায় পাওয়া যায় যে, দুই আঙ্গুল দিয়ে শয়তান খেয়ে থাকে।

উল্লেখ্য, খাবার শুকনো হলে তিন আঙ্গুল দিয়ে সহজে খাওয়া যায়। তরল বা নরম খাবার হলে তিন আঙ্গুল দিয়ে খাওয়া কঠিন। সে ক্ষেত্রে চার-পাঁচ আঙ্গুল ব্যবহার করতে হয়। কোনও কোনও বর্ণনায় পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ আঙ্গুল দিয়েও খেয়েছেন।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. খাওয়ায় তিন আঙ্গুল ব্যবহার করা মুস্তাহাব। প্রয়োজনে বেশিও ব্যবহার করা যায়।

খ. খাওয়ার শেষে আঙ্গুল চেটে খাওয়া মুস্তাহাব।
২. ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান