মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৬০
প্রথম অনুচ্ছেদ
৪১৬০। হযরত হুযায়ফা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল করিয়া লয়, যদি না উহাতে বিসমিল্লাহ্ বলা হয়। —মুসলিম
وَعَن حُذَيْفَة قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ يَسْتَحِلُّ الطَّعَامَ أَنْ لَا يُذْكَرَ اسْم الله عَلَيْهِ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
শয়তান খাদ্যকে হালাল করিয়া লয়—অর্থাৎ, শয়তানও সেই খাদ্য ভোগ করিতে সমর্থ হয়। বিসমিল্লাহ্ বলিলে উহার বরকতে শয়তান উহাতে শামিল হইতে সক্ষম হয় না। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ্ ভুলিয়া গেলে খাওয়ার মধ্যে যখনই স্মরণ হয়, বিসমিল্লাহ্ পড়িয়া নিবে।
