মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১২৮
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৮। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত যে, নবী (ﷺ) বিড়াল খাইতে এবং উহার মূল্য ভোগ করিতে নিষেধ করিয়াছেন। —আবু দাউদ ও তিরমিযী
كتاب الصيد والذبائح
وَعَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ أَكْلِ الْهِرَّةِ وَأَكْلِ ثَمَنِهَا. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ
হাদীসের ব্যাখ্যা:
সাধারণত বিড়াল বিক্রি করার রেওয়াজ সমাজে প্রচলিত নাই। তবে উপকারী বিড়াল অধিকাংশের মতে বিক্রি করা জায়েয এবং উহার মূল্য ভোগ করা হালাল। হানাফীদের মতে মাকরূহ্। কেননা, ইহা হীন মানবতার পরিচায়ক।