মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১২৫
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১২৫। হযরত সাফীনা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে হোবারার গোশত খাইয়াছি। ——আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَنْ سَفِينَةَ قَالَ: أَكَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَحْمَ حُبَارَى. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ইহা দ্রুতগামী, লম্বা গর্দান, লম্বা ও লাল ঠোট বিশিষ্ট মাটিয়া রংয়ের একটি পাখী, হিন্দীতে উহাকে সোরখাব বলে। উহা খাওয়া হালাল। সাফীনা হুযূর (ﷺ)-এর আযাদকৃত গোলাম। নাম আবু আবদুল্লাহ্ ইব্রাহীম, তবে সাফীনা নামে পরিচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪১২৫ | মুসলিম বাংলা