আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪২২৩
২২০২. খায়বারের যুদ্ধ
৩৯০৭। ইসহাক (রাহঃ) .... আদী ইবনে সাবিত (রাহঃ) থেকে বর্ণিত যে, (তিনি বলেন) আমি বারাআ এবং ইবনে আবু আওফা (রাযিঃ)- কে নবী কারীম (ﷺ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, খায়বারের দিন তাঁরা গাধার গোশত পাকানোর জন্য ডেকচি বসিয়েছিলেন, এমন সময়ে নবী কারীম (ﷺ) বললেন, ডেকচিগুলো উল্টিয়ে ফেল।