মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪১১৭
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১১৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছেন, তিনি বলেন: তোমরা সকল সাপ মারিবে। বিশেষ করিয়া পিঠে দুইটি কালো রেখাবিশিষ্ট এবং লেজ কাটা সাপ অবশ্যই মারিয়া ফেলিবে। কেননা, এইগুলি চক্ষুর জ্যোতি নষ্ট করে এবং (মহিলাদের গর্ভপাত ঘটায়। আব্দুল্লাহ্ বলেন, একদিন আমি একটি সাপ মারিবার জন্য উহার পিছনে ধাওয়া করিলাম। এমন সময় আবু লুবাবা (রাঃ) আমাকে ডাকিয়া বলিলেন, উহাকে মারিও না। আমি বলিলাম, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকল সাপ মারিয়া ফেলিতে নির্দেশ দিয়াছেন। তিনি বলিলেন, এই নির্দেশের পর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে বাস করে, যেগুলিকে আওয়ামের বলা হয়, ঐগুলিকে বধ করিতে নিষেধ করিয়াছেন। মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَن ابْن عمر أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: اقْتُلُوا الْحَيَّاتِ وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالْأَبْتَرَ فَإِنَّهُمَا يَطْمِسَانِ الْبَصَرَ وَيَسْتَسْقِطَانِ الْحَبَلَ قَالَ عَبْدُ اللَّهِ: فَبَيْنَا أَنَا أُطَارِدُ حَيَّةً أَقْتُلَهَا نَادَانِي أَبُو لُبَابَةَ: لَا تَقْتُلْهَا فَقُلْتُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْحَيَّاتِ. فَقَالَ: إِنَّهُ نَهَى بَعْدَ ذَلِكَ عَنْ ذَوَات الْبيُوت وَهن العوامر

হাদীসের ব্যাখ্যা:

মানুষ বসতি গৃহে যে সকল সাপ বাস করে তাহাদেরে আওয়ামের বলা হয়। এক শ্রেণীর জ্বিন সাপের আকৃতি ধারণ করিয়া মানুষের গৃহে বাস করে। অতর্কিতে ইহাদেরে মারিলে ক্ষতির আশংকা আছে। তবে সতর্ক করার পরও যদি গৃহ হইতে না যায়, তখন উহাকে মারিলে কোন দোষ নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪১১৭ | মুসলিম বাংলা