মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১১১
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. প্রথম অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১১১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, হযরত খালেদ ইবনে ওয়ালীদ (রাঃ) তাহাকে বলিয়াছেন, একদা তিনি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মায়মুনা (রাঃ) -এর ঘরে প্রবেশ করিলেন। মায়মুনা হইলেন খালেদ ও ইবনে আব্বাসের খালা। এ সময় খালেদ দেখিতে পাইলেন, মায়মুনার কাছে রহিয়াছে ভাজা গোইসাপ। অতঃপর তিনি ( মায়মুনা) রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গোইসাপ পেশ করিলেন। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোইসাপ (খাওয়া) হইতে হাত গুটাইয়া লইলেন। এ সময় খালেদ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্। গোইসাপ (খাওয়া) কি হারাম? তিনি বলিলেন না। তবে আমাদের এলাকায় এই জীব নাই। তাই ইহার প্রতি আমার ঘৃণাবোধ হয়। খালেদ বলেন, অতঃপর আমি উহাকে নিজের দিকে টানিয়া লইলাম এবং উহা খাইতে লাগিলাম, আর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে চাহিয়া রহিলেন। —মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَن ابنِ عبَّاسٍ: أَنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ أَخْبَرَهُ أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَيْمُونَةَ وَهِيَ خَالَتُهُ وَخَالَةُ ابْنِ عَبَّاسٍ فَوَجَدَ عِنْدَهَا ضَبًّا مَحْنُوذًا فَقَدَّمَتِ الضَّبَّ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَنِ الضَّبِّ فَقَالَ خَالِدٌ: أَحْرَامٌ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لَا وَلَكِنْ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ» قَالَ خَالِدٌ: فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَيّ
হাদীসের ব্যাখ্যা:
হুযূর (ﷺ)-এর সম্মুখে গোসাপ খাওয়া হইয়াছে। তিনি নিজে যদিও খান নাই, তবে অন্যকে নিষেধও করেন নাই। ইহাতে বুঝা যায় যে, উহা হালাল, কিন্তু পরবর্তীতে নিষেধাজ্ঞার হাদীস আসিতেছে, উহার প্রেক্ষিতে ইমাম আবু হানীফার মতে ইহা হারাম এবং উক্ত হাদীসটি সেই হাদীস দ্বারা মনসুখ হইয়া গিয়াছে।