মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৯১
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৯১। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ মায়ের যবাহ্ই পেটের ভিতরের বাচ্চার যবাহ্ । –আবু দাউদ, দারেমী
كتاب الصيد والذبائح
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ذَكَاةُ الْجَنِينِ ذَكَاةُ أُمِّهِ» . رَوَاهُ أَبُو دَاوُد والدارمي

হাদীসের ব্যাখ্যা:

প্রসবের পূর্ব পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকা অবস্থার বাচ্চাকে বলা হয় জানীন। মাকে যবাহ্ করার পর পেটের বাচ্চাটিকে জীবিত পাওয়া গেলে উহাকে যবাহ্ করিয়া খাওয়া হালাল। কিন্তু যদি বাচ্চাটি মরিয়া যায় কিংবা যবাহ্ করা না হয়, তখন উহা খাওয়া জায়েয নাই। ইমাম শাফেয়ী, মালেক, আহমদ ও সাহেবাইন বলেন, গাভী যবাহ্ করার পর যদি বাচ্চাটি মৃত বাহির হয় এবং উহার শরীরের গঠন পরিপূর্ণ হইয়া থাকে, তখন উহা খাওয়া হালাল হইবে। তাহারা উক্ত হাদীসের অর্থ করেন, মায়ের যবাহ্ দ্বারা বাচ্চারও যবাহ্ হইয়া যায়। ইমাম আবু হানীফা, যুফর প্রমুখ মনীষীগণ বলেন, মৃত জানীন খাওয়া জায়েয নাই, তবে জীবিত পাওয়া গেলে যবাহ্ করিতে হইবে। তাঁহারা হাদীসটির অর্থ করেন, গাভীটিকে যেভাবে যবাহ্ করা হইয়াছে, জীবিত জানীনকেও অনুরূপভাবে যবাহ্ করিতে হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান