মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৮২
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৮২। হযরত আবুল উশারা তাঁহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন, তিনি জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্ গলা ও গ্রীবা ব্যতীত অন্য কোন স্থানে কি যবাহ্ করা যায় না? তিনি বলিলেনঃ যদি তুমি উহার উরুর মধ্যেও ক্ষত করিয়া দাও, উহাও তোমার জন্য যথেষ্ট হইবে। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী। তবে আবু দাউদ বলিয়াছেন, ইহা ঐ জানোয়ারের ব্যাপারে বলা হইয়াছে, যাহা নীচে কোন খাদে পড়িয়া গিয়াছে। আর তিরমিযী বলিয়াছেন, ইহা অস্বাভাবিক অবস্থায় জরুরী ভিত্তিতে যবাহ্ করার বিধান।
كتاب الصيد والذبائح
وَعَن أبي العُشَراءِ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَمَا تَكُونُ الذَّكَاةُ إِلَّا فِي الْحَلْقِ وَاللَّبَّةِ؟ فَقَالَ: «لَوْ طَعَنْتَ فِي فَخِذِهَا لَأَجْزَأَ عَنْكَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَقَالَ أَبُو دَاوُدَ: وَهَذِهِ ذَكَاةُ الْمُتَرَدِّي وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا فِي الضَّرُورَة

হাদীসের ব্যাখ্যা:

যবাহ্ দুই প্রকার, একটি হইল স্বাভাবিক নিয়মে যবাহ্ করা। উহাতে গলা ও গ্রীবা ব্যতীত অন্য কোন স্থানে যবাহ্ করিলে জায়েয বা হালাল হইবে না। আর দ্বিতীয়টি হইল, অস্বাভাবিক অবস্থায় জরুরী ভিত্তিতে যবাহ্ করা। উহাতে পশুর শরীরের যে কোন স্থান দিয়া রক্ত প্রবাহিত করিয়া দিলেই চলিবে। ইমাম আবু দাউদ ও তিরমিযী হাদীসের ব্যাখ্যায় দ্বিতীয় প্রকারের যবাহ্-এর দিকেই ইংগিত করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান