মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪০৭০
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
প্রথম অনুচ্ছেদ
৪০৭০। হযরত আবু তোফায়েল (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা হযরত আলী (রাঃ)-কে জিজ্ঞাসা করা হইল, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদিগকে (অর্থাৎ, আহলে বায়তকে) স্বতন্ত্রভাবে কিছু বলিয়াছেন কি? উত্তরে তিনি বলিলেন, তিনি (হুযুর [ছাঃ]) এমন কোন বিষয়ে আমাদিগকে স্বতন্ত্র রাখেন নাই, যাহাতে অন্যান্য লোকেরা উহার অন্তর্ভুক্ত হয় নাই। তবে আমার তলোয়ারের এই খাপের ভিতরে যাহা আছে। অতঃপর তিনি খাপের ভিতর হইতে এক খণ্ড লিখিত কাগজ বাহির করিলেন, তাহাতে লিখা ছিল, সেই ব্যক্তির উপর আল্লাহর লা'নত যে গায়রুল্লাহর নামে যবাহ্ করে। আর সেই ব্যক্তির উপরও আল্লাহর লা'নত যে যমীনের সীমানা চুরি করে। অপর এক রেওয়ায়তে আছে, যে যমীনের সীমানা পরিবর্তন করে। আর আল্লাহর লা'নত সেই ব্যক্তির উপর, যে নিজের পিতাকে অভিসম্পাত দেয় এবং "আল্লাহর লা'নত সেই ব্যক্তির উপর, যে কোন বেদআতীকে আশ্রয় দেয়। —মুসলিম
كتاب الصيد والذبائح
وَعَن أبي الطُّفَيْل قَالَ: سُئِلَ عَليّ: هَلْ خَصَّكُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ؟ فَقَالَ: مَا خَصَّنَا بِشَيْءٍ لَمْ يَعُمَّ بِهِ النَّاسَ إِلَّا مَا فِي قِرَابِ سَيْفِي هَذَا فَأَخْرَجَ صَحِيفَةً فِيهَا: «لَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ وَلَعَنَ اللَّهُ مَنْ سَرَقَ مَنَارَ الْأَرْضِ وَفِي رِوَايَةٍ مَنْ غَيَّرَ مَنَارَ الْأَرْضِ وَلَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَهُ وَلَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا» . رَوَاهُ مُسْلِمٌ