আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭- নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৮৯
আন্তর্জতিক নং: ৩৯৮

পরিচ্ছেদঃ ২৭১। মহান আল্লাহর বাণীঃ মাকামে ইবরাহীমকে নামাযের স্থান রূপে গ্রহণ কর (২:১২৫)

৩৮৯। ইসহাক ইবনে নসর (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ যখন রাসূল (ﷺ) কাবায় প্রবেশ করেন, তখন তাঁর সকল দিকে দুআ করেছেন, নামায আদায় না করেই বেরিয়ে এসেছেন এবং বের হওয়ার পর কাবার সামনে দু’রাকআত নামায আদায় করেছেন, আর বলেছেন, এই কিবলা।

হাদীসের ব্যাখ্যাঃ

এ হাদীসের বর্ণনা মোতাবেক রসূলুল্লাহ স. কা’বা গৃহকে সামনে রেখে নামায আদায় করেছেন এবং বলেছেন যে, এটাই কা’বা। এ থেকে প্রমাণিত হয় যে, কেউ কা’বার সন্নিকটে নামায আদায় করলে তাকে হুবহু কা’বার দিকে ফিরতে হবে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৪২৮)


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন