মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৪৭
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - সন্ধি স্থাপন
৪০৪৭। হযরত সাফওয়ান ইবনে সুলায়ম (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কতিপয় সাহাবীর সন্তানদের নিকট হইতে বর্ণনা করেন, তাঁহারা তাঁহাদের পিতা হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ সাবধান! যেই ব্যক্তি এমন কোন লোকের উপর যুলুম করে, যাহার সহিত তাহার সন্ধি হইয়াছে অথবা তাহার কোন প্রকার ক্ষতি সাধন করে অথবা সাধ্যের অতিরিক্ত তাহাকে কষ্ট দেয় কিংবা তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাহার নিকট হইতে কোন জিনিস আদায় করে, কিয়ামতের দিন আমিই (উক্ত মামের পক্ষ হইতে) উহার প্রতিবাদ করিব। —আবু দাউদ
وَعَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ عَنْ عِدَّةٍ مِنْ أَبْنَاءِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ آبَائِهِمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا مَنْ ظَلَمَ مُعَاهِدًا أَوِ انْتَقَصَهُ أَوْ كَلَّفَهُ فَوْقَ طَاقَتِهِ أَوْ أَخَذَ مِنْهُ شَيْئًا بِغَيْرِ طِيبِ نَفْسٍ فَأَنَا حَجِيجُهُ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

সাধ্যের অতিরিক্ত কষ্ট দেওয়া— যেমনঃ যেই ব্যক্তির উপরে জিযিয়া আদৌ প্রয়োগ হয় না, তাহার উপরে উহা প্রয়োগ করা, অথবা জিযিয়ার নির্ধারিত পরিমাণ অপেক্ষা অধিক আদায় করা ইত্যাদি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৪৭ | মুসলিম বাংলা