মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০২৫
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০২৫। হযরত আমর ইবনে শোআয়ব তাহার পিতা হইতে, তিনি তাঁহার দাদা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, একদা নবী (ﷺ) একটি উটের কাছে গেলেন এবং উহার কুঁজের পশম ধরিয়া বলিলেনঃ হে লোকসকল! এই সমস্ত গনীমতের সম্পদ হইতে আমি কিছুরই মালিক নই। এমন কি ইহার (এই পশমের)-ও আমি মালিক নই। এবং (এই কথা বলার পর) তিনি তাঁহার অঙ্গুলী উঠাইয়া বলিলেন, শুধু এক পঞ্চমাংশ (-এর উপর আমার অধিকার রহিয়াছে)। আর সেই পঞ্চমাংশও অবশেষে তোমাদের মধ্যে বিতরণ করা হইবে। সুতরাং (গনীমতের মাল যাহাকিছুই তোমাদের কাছে আছে, এমন কি) সূঁচ এবং সূতা (থাকিলে)-ও জমা দিয়া দাও। এই কথা শুনিয়া এক ব্যক্তি হাতের মধ্যে পশমের এক খণ্ড রশি লইয়া দাঁড়াইয়া বলিল, (ইয়া রাসূলাল্লাহ্ !) আমি আমার সওয়ারীর উপরে বসিবার গদির নীচের কম্বল বা ছালাটি সিলাইবার জন্য ইহা লইয়াছি। তখন নবী (ﷺ) বলিলেন, অবশ্য ইহার মধ্যে আমার ও বনী আব্দুল মোত্তালিবের যেই পরিমাণ অংশ রহিয়াছে, তাহা তোমার (অর্থাৎ উহা তোমাকে দান করিলাম। কিন্তু অন্যান্য লোকের অংশগুলি তোমাকে দান করিবে কে?) এই কথা শুনিয়া লোকটি বলিয়া উঠিল, এই এক গুচ্ছ পশমের অবস্থা যখন এই পর্যায়ে পৌঁছিয়াছে, তবে আর আমার ইহার প্রয়োজন নাই। এই বলিয়া সে উহা (পশমের রশিটি) ছুঁড়িয়া ফেলিল। –আবু দাউদ
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: دَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَعِيرٍ فَأَخَذَ وَبَرَةً مِنْ سَنَامِهِ ثُمَّ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَيْسَ لِي مِنْ هَذَا الْفَيْءِ شَيْءٌ وَلَا هَذَا وَرَفَعَ إِصْبَعَهُ إِلَّا الْخُمُسَ وَالْخُمُسُ مَرْدُودٌ عَلَيْكُمْ فَأَدُّوا الْخِيَاطَ وَالْمِخْيَطَ» فَقَامَ رَجُلٌ فِي يَدِهِ كُبَّةٌ شَعَرٍ فَقَالَ: أَخَذْتُ هَذِهِ لِأُصْلِحَ بِهَا بَرْدَعَةً فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا مَا كانَ لي ولبني عبدِ المطلبِ فهوَ لكَ» . فَقَالَ: أمّا إِذا بَلَغَتْ مَا أَرَى فَلَا أَرَبَ لِي فِيهَا ونبَذَها. رَوَاهُ أَبُو دَاوُد
