মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০২২
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০২২। আব্দুর রহমান ইবনে খালেদের গোলাম হযরত কাসেম নবী (ﷺ)-এর জনৈক সাহাবী হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, যুদ্ধের সময় আমরা উটের গোশত খাইতাম, কিন্তু (গনীমতের মালের ন্যায়) উহাকে বণ্টন করিতাম না। এমন কি যখন আমরা নিজেদের তাঁবুতে ফিরিয়া আসিতাম, তখন দেখিতাম, আমাদের খাদ্যভাণ্ডগুলি পরিপূর্ণ হইয়া আছে। –আবু দাউদ
وَعَنِ الْقَاسِمِ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ عَنْ بَعْضِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كنَّا نأكلُ الجَزورَ فِي الغزْوِ وَلَا نُقَسِّمُهُ حَتَّى إِذَا كُنَّا لَنَرْجِعُ إِلَى رِحَالِنَا وأخْرِجَتُنا مِنْهُ مَمْلُوءَة. رَوَاهُ أَبُو دَاوُد
