মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০২০
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০২০। মুহাম্মাদ ইবনে আবুল মুজালিদ (রঃ) হযরত আব্দুল্লাহ্ ইবনে আবু আওফা (রাঃ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, আমি (অন্যান্য সাহাবাদিগকে) জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যমানায় আপনারা কি খাদ্যদ্রব্যের এক পঞ্চমাংশ বায়তুল মালে জমা করিতেন? উত্তরে তাঁহারা বলিলেন, খায়বার যুদ্ধের দিন আমরা খাদ্যদ্রব্য পাইয়াছিলাম। পরে কোন কোন ব্যক্তি আসিত এবং নিজের প্রয়োজন পরিমাণ লইয়া যাইত । —আবু দাউদ
وَعَنْ مُحَمَّدِ بْنِ أَبِي الْمُجَالِدِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ: قُلْتُ: هَلْ كُنْتُمْ تُخَمِّسُونَ الطَّعَامَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: أَصَبْنَا طَعَامًا يَوْمَ خَيْبَرَ فَكَانَ الرَّجُلُ يَجِيءُ فَيَأْخُذُ مِنْهُ مقدارَ مَا يكفيهِ ثمَّ ينْصَرف. وَرَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
প্রয়োজন পরিমাণ খাদ্যদ্রব্য যুদ্ধক্ষেত্রে ভোগ করা জায়েয, ইমামের পক্ষ হইতে সাধারণত উহার অনুমতি থাকে। কাজেই উহাতে খুমুস দিতে হয় না ।
