মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০১৮
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০১৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বদর যুদ্ধের দিন যুলফাকার নামক তলোয়ারখানা নিজের জন্য নফল হিসাবে গ্রহণ করিয়াছেন। —ইবনে মাজাহ্, তিরমিযী অতিরিক্ত বর্ণনা করিয়াছেন, ইহা সেই তলোয়ার যাহার সম্পর্কে তিনি ওহুদের দিন স্বপ্নে দেখিয়াছিলেন।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَنَفَّلَ سيفَه ذَا الفَقارِ يومَ بدْرٍ رَوَاهُ أَحْمد وَابْن مَاجَهْ وَزَادَ التِّرْمِذِيُّ وَهُوَ الَّذِي رَأَى فِيهِ الرُّؤْيَا يَوْم أحد

হাদীসের ব্যাখ্যা:

ذو الفقار যুলফাকার নবী (ﷺ)-এর তলোয়ারের নাম। যাহা তিনি পরবর্তী এক সময়ে হযরত আলী (রাঃ)-কে দান করিয়াছিলেন। ذو অর্থ বিশিষ্ট فقار অর্থ ছোট ছোট ছিদ্রবিশেষ অথবা মেরুদণ্ডের হাড়ের ন্যায় জোড়া চিহ্নবিশেষ। ঐ তলোয়ারের পৃষ্ঠের উপর ছোট ছোট ছিদ্র কিংবা জোড়া চিহ্ন ছিল, তাই উহাকে যুলফাকার বলা হইত। কথিত আছে, উক্ত তলোয়ারটির প্রকৃত মালিক ছিল মুনাব্বাহ্ ইবনে হাজ্জাজ। বদর যুদ্ধের দিন তাহার পুত্র আস উক্ত তলোয়ারটি লইয়া মুসলমানদের বিরুদ্ধে ময়দানে আসিলে হযরত আলী (রাঃ) তাহাকে হত্যা করিয়া তলোয়ারখানা লইয়া আসিলেন এবং গনীমতের মালের মধ্যে উহাও জমা দিলেন। সেই দিন নবী (ﷺ) নফল হিসাবে উহাকে নিজের জন্য রাখিলেন এবং পরে এক সময়ে হযরত আলী (রাঃ)-কে দান করেন। ওহুদের যুদ্ধে তিনি ঐ তলোয়ার দ্বারা বহু সংখ্যক কাফেরকে হত্যা করিয়াছেন। স্বপ্নে তলোয়ার দেখার ঘটনা হইল—একদা নবী (ﷺ) বলিলেন, আমি স্বপ্নে নিজেকে তরবারি হেলাইতে দেখিলাম, অমনি তরবারিখানার মধ্য ভাগে ভাঙ্গিয়া গেল। ইহা ছিল সেই বিপদের ইঙ্গিত যাহা ওহুদের যুদ্ধে মুসলমানদের ভাগ্যে ঘটিয়াছিল। পুনরায় আমি তরবারি দোলাইতে লাগিলাম। এইবার তরবারিখানা পূর্বাপেক্ষা অধিক ভাল হইয়া গেল। ইহাতে শেষ বিজয় বুঝান হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান