মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৩১
৩. প্রথম অনুচ্ছেদ - কাফির রাষ্ট্রপ্রধানদের নিকট পত্র প্রেরণ ও ইসলামের প্রতি আহবান
৩৯৩১। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদিগকে লইয়া কোন সম্প্রদায়ের সহিত জেহাদ করিতে যাইতেন, ভোর না হওয়া পর্যন্ত আক্রমণ করিতেন না। আর তাহাদের ব্যাপারে অপেক্ষা করিতেন। যদি আযান শুনিতে পাইতেন, তখন তাহাদের উপর আক্রমণ হইতে বিরত থাকিতেন। আর আযান না শুনিলে আক্রমণ করিতেন। বর্ণনাকারী বলেন, আমরা খায়বারের লড়াইয়ের জন্য রওয়ানা হইলাম এবং রাত্রের বেলায় আমরা তথায় গিয়া পৌঁছিলাম। যখন ভোর হইল এবং কোন আযানও শুনা গেল না, তখন নবী (ছাঃ) সওয়ার হইলেন এবং আমিও হযরত আবু তালহার পিছনে সওয়ার হইলাম এবং (সওয়ারী -দ্বয় পাশাপাশি চলার কারণে) আমার পা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ মুবারক স্পর্শ করিতেছিল। হযরত আনাস (রাঃ) বলেন, এই সময় খায়বারের বাসিন্দারা তাহাদের (খেত খামারে কাজকর্ম করিবার উদ্দেশ্যে) কাস্তে কোদাল ও ঝুড়ি লইয়া বাহির হইয়া আমাদের দিকে আগাইয়া আসিল এবং রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াই বলিয়া উঠিল, এই যে মুহাম্মাদ ! আল্লাহর কসম, মুহাম্মাদ এবং তাঁহার পঞ্চবাহিনী আসিয়া গিয়াছে। (ইহাতে তাহাদের মনে ভীতির সঞ্চার হইল,) অতঃপর দৌড়াইয়া গিয়া দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করিল। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরে দেখামাত্র বলিয়া উঠিলেন, আল্লাহু আকবর আল্লাহু আকবর। খায়বার ধ্বংস হউক। আমরা যখন কোন জাতির দ্বারপ্রান্তে উপস্থিত হই, তখন সতর্ককৃতদের প্রভাত খুবই মন্দ হইয়া থাকে। — মোত্তাঃ
وَعَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا غَزَا بِنَا قَوْمًا لَمْ يَكُنْ يَغْزُو بِنَا حَتَّى يُصْبِحَ وَيَنْظُرَ إِلَيْهِمْ فَإِنْ سَمِعَ أَذَانًا كَفَّ عَنْهُمْ وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَارَ عَلَيْهِمْ قَالَ: فَخَرَجْنَا إِلَى خَيْبَرَ فَانْتَهَيْنَا إِلَيْهِمْ لَيْلًا فَلَمَّا أَصْبَحَ وَلَمْ يسمَعْ أذاناً رِكبَ ورَكِبْتُ خلفَ أبي طلحةَ وَإِنَّ قَدَمِي لَتَمَسُّ قَدِمَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَخَرَجُوا إِلَيْنَا بَمَكَاتِلِهِمْ ومساحيهم فَلَمَّا رأى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: مُحَمَّدٌ واللَّهِ محمّدٌ والخميسُ فلَجؤوا إِلَى الْحِصْنِ فَلَمَّا رَآهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قومٍ فساءَ صباحُ المُنْذَرينَ»

হাদীসের ব্যাখ্যা:

مكاتل বহুবচন, একবচনে مكتل ঝুড়ি বা টুকরী। الخميس বহুবচন, একবচনে مساحى কৃষি যন্ত্রপাতি, যেমন কাস্তে, কোদাল ইত্যাদি। مسحاة পঞ্চবাহিনী, (পূর্বে এক হাদীসে উহার ব্যাখ্যা দেওয়া হইয়াছে।) এই হাদীস হইতে সুস্পষ্টভাবে ইহাও প্রমাণিত হইল যে, শত্রুর সম্মুখীন হওয়ার পর নারায়ে তাকবীর ধ্বনির মধ্যে বিশেষ স্প্রীট ও আত্মিক শক্তি নিহিত রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৩১ | মুসলিম বাংলা