মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৯৪
২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৮৯৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন সেই কাফেলার সাথে ফিরিশতারা সাথী হয় না—যেই কাফেলার সাথে কুকুর ও ঘণ্টা থাকে। —মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصْحَبُ الْمَلَائِكَةُ رُفْقَةً فِيهَا كَلْبٌ وَلَا جَرَسٌ» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

শরীআতে যে সকল কুকুর পালনের অনুমতি রহিয়াছে, উহা ব্যতীত অন্য কুকুর এখানে উদ্দেশ্য করা হইয়াছে। جرس অর্থ ঝুমঝুমি, যাহার দ্বারা বিকট শব্দ হয়। সম্মুখের হাদীসে সেই جرس কে শয়তানের সারেঙ্গী বা বাদ্যযন্ত্র বলা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৮৯৪ | মুসলিম বাংলা