মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৭৩
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৭৩। হযরত আবু নাজীহ্ সুলামী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপ দ্বারা (কোন কাফেরের উপর) আঘাত হানে, তাহার জন্য বেহেশতে বিশেষ মর্যাদা রহিয়াছে। আর যে ব্যক্তি আল্লাহ্র রাস্তায় তীর নিক্ষেপ করিল (চাই উহা কাফেরের গায়ে লাগুক আর নাই লাগুক), তাহার জন্য একটি গোলাম আযাদ করার সমপরিমাণ সওয়াব রহিয়াছে। আর যে ব্যক্তি ইসলামের কাজে নিয়োজিত থাকা অবস্থায় বার্ধক্যের শুভ্রতায় পৌঁছিয়াছে, তাহার সেই শুভ্রতা কিয়ামতের দিন তাহার জন্য উজ্জ্বল নূরে পরিণত হইবে। বায়হাকী শোআবুল ঈমানে আবু দাউদ এই হাদীসের কেবলমাত্র প্রথম অংশটি, নাসায়ী প্রথম ও দ্বিতীয় অংশটি এবং তিরমিযী দ্বিতীয় ও তৃতীয় অংশটি বর্ণনা করিয়াছেন। তবে বায়হাকী ও তিরমিযীর রেওয়ায়তের মধ্যে ফিল ইসলামের স্থলে ফী সাবীলিল্লাহ্ বর্ণিত হইয়াছে।
وَعَن أبي نَجِيحٍ السُّلَميِّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ بَلَغَ بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ لَهُ دَرَجَةٌ فِي الْجَنَّةِ وَمَنْ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ لَهُ عِدْلُ مُحَرِّرٍ وَمَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ. وَرَوَى أَبُو دَاوُدَ الْفَصْلَ الْأَوَّلَ وَالنَّسَائِيُّ الْأَوَّلَ وَالثَّانِيَ وَالتِّرْمِذِيُّ الثَّانِيَ وَالثَّالِثَ وَفِي رِوَايَتِهِمَا: «مَنْ شَابَ شَيْبَةً فِي سَبِيلِ الله» بدَلَ «فِي الْإِسْلَام»
