মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৫৫
- জিহাদের বিধানাবলী অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৮৫৫। হযরত আব্দুর রহমান ইবনে আবু আমীরাহ্ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন মুসলমানকে আল্লাহ্ তা'আলা মৃত্যু দান করার পর সে আবার তোমাদের মধ্যে ফিরিয়া আসিতে চাহিবে না, যদিও তাহাকে দুনিয়া এবং উহার যাবতীয় সামগ্রী প্রদান করা হয়, একমাত্র শহীদ ব্যতীত। (সে ফিরিয়া আসার আকাঙ্ক্ষা করিবে।) ইবনে আবু আমীরাহ্ বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্র রাস্তায় আমি শাহাদাত বরণ করি, ইহা আমার নিকট ইহার চেয়ে অধিক প্রিয় যে, সমস্ত গ্রাম ও নগরবাসী আমার অধীনস্থ হইয়া যাউক। — নাসায়ী
كتاب الجهاد
وَعَن عبدِ الرَّحمنِ بن أبي عَميرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ نَفْسٍ مُسْلِمَةٍ يَقْبِضُهَا رَبُّهَا تُحِبُّ أَنْ تَرْجِعَ إِلَيْكُمْ وَأَنَّ لَهَا الدُّنْيَا وَمَا فِيهَا غير الشَّهِيد» قَالَ ابْن عَمِيرَةَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنْ أُقْتَلَ فِي سَبِيلِ اللَّهِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي أَهْلُ الْوَبَرِ وَالْمَدَرِ» . رَوَاهُ النَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
الوبر অর্থ পশম, আর أهل الوبر অর্থ গ্রাম্য লোক বা গ্রামের অধিবাসী। তাহারা সাধারণতঃ পশমের তাঁবুতে বাস করে। المدر অর্থ ঘর, আর مدر অর্থ মাটির দ্বারা লেপিয়া দেওয়া। এখানে শহর ও শহরতলীতে বসবাসকারী উদ্দেশ্য। মোটকথা, হাদীসের অর্থ হইল, গোটা দুনিয়া আমার হাতে আসিয়া যাওয়ার চাইতে আল্লাহর রাস্তায় জান দেওয়াটা আমার নিকট অধিক প্রিয়।