মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৪৫
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৪৫। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একদা এক ব্যক্তি আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্। কোন এক ব্যক্তি আল্লাহর পথে জেহাদ করার সংকল্প রাখে এবং সঙ্গে সঙ্গে দুনিয়ার মাল-দৌলত পাইবারও লোভ রাখে। (এখন তাহার এই জেহাদের পরিণাম কি? উত্তরে) নবী (ﷺ) বলিলেনঃ তাহার জন্য কোন সওয়াব নাই। –আবু দাউদ
كتاب الجهاد
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلًا قَالَ: يَا رسولَ الله رجلٌ يُرِيدُ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ وَهُوَ يَبْتَغِي عَرَضاً من عرَضِ الدُّنْيَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا أجر لَهُ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর দ্বীনকে সমুন্নত করার উদ্দেশ্যই জেহাদের মধ্যে থাকিতে হইবে। তাহাতে গনীমত হাসিল হইলে খুব উত্তম। কিন্তু জেহাদের দ্বারা মাল-সম্পদ উদ্দেশ্য হইলে উহা জেহাদ হইবে না।