মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৪৩
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৪৩। হযরত আবু আইয়ুব (রাঃ) হইতে বর্ণিত, তিনি নবী (ﷺ)-কে বলিতে শুনিয়াছেন, তিনি বলিয়াছেনঃ অচিরেই তোমাদের (মুসলমানের) জন্য বড় বড় শহর বিজিত হইবে এবং বিরাট সেনাদল গঠন করা হইবে এবং তোমাদের উপর বাধ্যতামূলক এই নির্দেশ থাকিবে যে, তোমাদের প্রত্যেক কওম ও সম্প্রদায় হইতে উক্ত সেনাদলে লোক প্রেরণ করিতেই হইবে। কিন্তু সেই সময় এমন লোকও থাকিবে, যে-ব্যক্তি (পারিশ্রমিক ছাড়া) সেই সেনাদলে যোগদান অপছন্দ করিবে। সে উহা হইতে অব্যাহতি লাভের উদ্দেশ্যে নিজ কওমকে ত্যাগ করিয়া চলিয়া যাইবে। অতঃপর এমন গোত্রকে খুঁজিয়া বেড়াইবে, যাহাদের সম্মুখে নিজেকে পেশ করিয়া বলিবে, তোমাদের মধ্যে এমন কোন (মালদার) লোক আছে কি, (যে আমাকে কিছু মাল-সম্পদ প্রদান করিবে এবং) আমি তাহার পক্ষ হইতে জেহাদে অংশগ্রহণ করিব? হুযূর (ﷺ) বলেন, সাবধান! (এই ব্যক্তি মুজাহিদ নহে ; বরং) এই লোক হইল ভাড়াটিয়া মজদুর। তাহার রক্তের শেষ বিন্দু পর্যন্ত সে মজদুরই থাকিবে। —আবু দাউদ
كتاب الجهاد
وَعَن أبي أَيُّوب سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «سَتُفْتَحُ عَلَيْكُمُ الْأَمْصَارُ وَسَتَكُونُ جُنُودٌ مُجَنَّدَةٌ يُقْطَعُ عَلَيْكُمْ فِيهَا بُعُوثٌ فَيَكْرَهُ الرَّجُلُ الْبَعْثَ فَيَتَخَلَّصُ مَنْ قَوْمِهِ ثُمَّ يَتَصَفَّحُ الْقَبَائِلَ يَعْرِضُ نَفْسَهُ عَلَيْهِمْ مَنْ أَكْفِيهِ بَعْثَ كَذَا أَلَا وَذَلِكَ الْأَجِيرُ إِلَى آخِرِ قَطْرَةٍ مِنْ دَمِهِ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, যখন ইসলাম চতুর্দিকে বিস্তৃত হইয়া যাইবে আর ইমাম বা খলীফাকে উহার হেফাযত ও রক্ষণাবেক্ষণের জন্য লোক প্রেরণ করিতে হইবে, তখন কোন কোন লোক বিনিময় ও পারিশ্রমিক ব্যতীত এই খেদমতে যাইতে রাযী হইবে না। এই শ্রেণীর লোককে মজদুর বলা হইয়াছে। কেননা, সে আল্লাহর রাস্তায় জেহাদের খাঁটি নিয়তে বাহির হয় নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান