মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৪২
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৪২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মুজাহিদ-গাযী তাঁহার জেহাদের পূর্ণ সওয়াব লাভ করিবে আর জেহাদের জন্য মাল-সম্পদ দানকারী মাল প্রদান ও জেহাদ উভয়টির সওয়াব লাভ করিবে। –আবু দাউদ
كتاب الجهاد
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِلْغَازِي أَجْرُهُ وَلِلْجَاعِلِ أَجْرُهُ وَأَجْرُ الْغَازِي» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

الجعل অর্থ বিনিময় বা পারিশ্রমিক। এইখানে হাদীসের অর্থ কোন গাযীকে মদদ ও সাহায্যার্থে মাল দেওয়া এবং তাহাকে জেহাদের সরঞ্জামাদি সরবরাহ করা। আমাদের মাযহাবে এইভাবে মুজাহিদকে অর্থ-সম্পদ প্রদান করা জায়েয এবং সাহায্যকারী দুই দিক দিয়াই সওয়াব পাইবে। কিন্তু ইমাম শাফেয়ী বলেন, পারিশ্রমিক হিসাবে গাযীকে মাল দেওয়া জায়েয নাই। সে গ্রহণ করিলেও ফেরত দিতে হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান