মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮২৭
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮২৭। হযরত আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ উত্তম সদকা হইল আল্লাহর রাস্তায় তাঁবুর ছায়া দান করা (অর্থাৎ, কোন মুজাহিদ কিংবা কোন হাজীকে তাঁবু দান করা) এবং আল্লাহর রাস্তায় খাদেম দান করা (উত্তম সদকা) অথবা বাচ্চা প্রজননকারী (নও-জোয়ান) উষ্ট্রী আল্লাহর রাস্তায় দান করা। —তিরমিযী
كتاب الجهاد
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصَّدَقَاتِ ظِلُّ فُسْطَاطٍ فِي سَبِيلِ اللَّهِ وَمِنْحَةُ خَادِمٍ فِي سَبِيلِ اللَّهِ أَوْ طَرُوقَةُ فَحْلٍ فِي سَبِيلِ اللَّهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৮২৭ | মুসলিম বাংলা