মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮২৩
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮২৩। হযরত ফাযালা ইবনে ওবায়দ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মৃত্যুর সঙ্গে সঙ্গেই প্রত্যেক ব্যক্তির আমলের সমাপ্তি ঘটে। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারায় রত (অর্থাৎ, দ্বীন হেফাযতের দায়িত্বে নিয়োজিত) অবস্থায় মৃত্যুবরণ করে, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাহার আমল বৃদ্ধি পাইতে থাকে এবং কবরের ফেনা (আযাব) হইতেও সে নিরাপদে থাকে। — তিরমিযী ও আবু দাউদ।
كتاب الجهاد
وَعَن فَضالَةَ بنِ عُبيدٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ مَيِّتٍ يُخْتَمُ عَلَى عَمَلِهِ إِلَّا الَّذِي مَاتَ مُرَابِطًا فِي سَبِيلِ اللَّهِ فَإِنَّهُ يُنَمَّى لَهُ عَمَلُهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَيَأْمَنُ فتْنَة الْقَبْر» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৮২৩ | মুসলিম বাংলা