মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮১২
- জিহাদের বিধানাবলী অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৩৮১২। হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে কোন বড় কিংবা ছোট সেনাদল যুদ্ধে (জেহাদে) লিপ্ত হয়, অতঃপর গনীমতের মাল-সম্পদ লইয়া সহীহ্-সালামতে বাড়ী ফিরিয়া আসিল, তাহারা তাহাদের পুরস্কারের দুই তৃতীয়াংশ ইহকালেই পাইয়া গেল। আর যে বড় বা ছোট সেনাদল গনীমতের মাল-সম্পদ হইতে বঞ্চিত থাকে এবং জান ও মালের ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয় কিংবা শহীদ হইয়া যায়, তাহাদের পুরস্কার (আখেরাতের জন্য) পুরাপুরি রহিয়া গেল। মুসলিম
كتاب الجهاد
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ غَازِيَة أَو سَرِيَّة تغزو فتغتنم وَتَسْلَمُ إِلَّا كَانُوا قَدْ تَعَجَّلُوا ثُلُثَيْ أُجُورِهِمْ وَمَا مِنْ غَازِيَةٍ أَوْ سَرِيَّةٍ تَخْفُقُ وَتُصَابُ إِلَّا تمّ أُجُورهم» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

‘গনীমত ও সালামত'—এই দুই ভাগ দুনিয়াতে নগদ লাভ করিয়াছে, আর তৃতীয় ভাগটি কিয়ামতের দিন উসুল করিবে। আর আহত বা নিহত হইলে সে সবটাই পরকালে লাভ করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান