মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৭৯৮
প্রথম অনুচ্ছেদ
৩৭৯৮। হযরত বুরায়দা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন মুজাহিদদের স্ত্রীগণের মর্যাদা যাহারা জেহাদে অংশগ্রহণ করে নাই তাহাদের পক্ষে তাহাদের মায়ের মত। (অর্থাৎ, যাহারা জেহাদে যায় নাই, তাহাদের জন্য মুজাহিদদের স্ত্রীগণ তাহার মায়ের তুল্য।) আর যে ব্যক্তি জেহাদে অংশগ্রহণ না করিয়া মুজাহিদদের পরিবার পরিজনের সহিত বাড়ীতে রহিয়া গেল এবং এই অবস্থায় সে ব্যক্তি মুজাহিদদের স্ত্রীদের সাথে খেয়ানত করিল, কিয়ামতের দিন সেই লোকটিকে উক্ত মুজাহিদদের সম্মুখে দণ্ডায়মান করান হইবে, অতঃপর উক্ত মুজাহিদ সেই লোকটির নেক আমল হইতে যেই পরিমাণ লওয়ার ইচ্ছা করে সেই পরিমাণ লইয়া লইবে। (হুযূর (ছাঃ) ইহার পর লোকদিগকে সতর্কবাণীস্বরূপ বলিলেন) এ সম্পর্কে তোমাদের ধারণা কি? – মুসলিম
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُرْمَةُ نِسَاءِ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ كَحُرْمَةِ أُمَّهَاتِهِمْ وَمَا مِنْ رَجُلٍ مِنَ الْقَاعِدِينَ يَخْلُفُ رَجُلًا مِنَ الْمُجَاهِدِينَ فِي أَهْلِهِ فَيَخُونُهُ فِيهِمْ إِلَّا وُقِفَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ فيأخذُ مِنْ عَمَلِهِ مَا شَاءَ فَمَا ظَنُّكُمْ؟» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
“ তোমাদের ধারণা কি?” বাক্যটির কয়েক প্রকারের অর্থ হইতে পারে। যেমনঃ (ক) এমন অবস্থায় উক্ত মুজাহিদ সম্পর্কে তোমাদের ধারণা কি? সে কি ঐ লোকটির কোন নেক আমল ছাড়িয়া দিবে? কস্মিনকালেও না; বরং সে ঐ লোকটির সমস্ত নেক আমল নিজের জন্য লইয়া ফেলিবে। (খ) তোমরা কি সন্দেহ করিতেছ যে, আল্লাহ্ এইরূপ সাজা দিবেন না? তোমাদের দৃঢ় মনে বিশ্বাস রাখা উচিত যে, আল্লাহ্ তা'আলা এইভাবে অন্যায়ের প্রতিশোধ আদায় করাইয়া দিবেন। সুতরাং তোমরাও মুজাহিদদের স্ত্রীদের সাথে খেয়ানত' করার ব্যাপারে হুঁশিয়ার হইয়া যাও। (গ) তোমাদের ধারণা কি? যে ব্যক্তিকে আল্লাহ্ তাআলা এই সুযোগ দিয়াছেন তাহার জন্য আরও কত মর্যাদা ও সম্মান রহিয়াছে, এই বৈশিষ্ট্য একমাত্র মুজাহিদদের জন্যই নির্ধারিত। কাজেই তোমাদের উপরও কর্তব্য যে, তোমরা জেহাদে অংশগ্রহণে সদা তৎপর থাক।
