আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪১৮৮
২১৯৯. হুদায়বিয়ার যুদ্ধ।
৩৮৭৪। ইবনে নুমাইর (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম (ﷺ) যখন উমরাতুল কাযা আদায় করেন; তখন আমরাও তাঁর সঙ্গে ছিলাম। তিনি তাওয়াফ করলে আমরাও তাঁর সঙ্গে তাওয়াফ করলাম। তিনি নামায আদায় করলে আমরাও তাঁর সঙ্গে নামায আদায় করলাম। তিনি সাফা-মারওয়ার মাঝে সা‘ঈ করলেন। মক্কাবাসীদের কেউ যাতে কোন কিছুর দ্বারা তাঁকে আঘাত করতে না পারে সেজন্য সর্বদা আমরা তাঁকে আড়াল করে রাখতাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন