মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৭৯২
প্রথম অনুচ্ছেদ
৩৭৯২। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আল্লাহর পথে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও উহার সমস্ত জিনিস হইতে অধিক উত্তম। — মোত্তাঃ
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَغَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আল্লাহর পথে এতো অল্প সময় ব্যয় করাও ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মূল্যবান কাজ। আর যে ব্যক্তির সারাটা জীবন এই পথে নিয়োজিত থাকে, তাহার পুরস্কার যে কি মহান ও বিরাট, তাহা এই হাদীসের আলোকে সহজেই অনুমেয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭৯২ | মুসলিম বাংলা