মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৭৮৯
প্রথম অনুচ্ছেদ
৩৭৮৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যেই ব্যক্তি আল্লাহর পথে (জেহাদের উদ্দেশ্যে) বাহির হয়, শুধু আমার প্রতি বিশ্বাস এবং আমার রাসূলগণের সত্যতা স্বীকারের তাগিদই তাহাকে এই পথে বাহির করে, মহান আল্লাহ তাআলা তাহার জন্য এই দায়িত্ব গ্রহণ করেন যে, আমি তাহাকে পুরস্কার অথবা গনীমতের মালসহ (বাড়ীতে) ফিরাইয়া আনিব অথবা তাহাকে আমি বেহেশতে প্রবেশ করাইব।-মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْتَدَبَ اللَّهُ لِمَنْ خَرَجَ فِي سَبِيلِهِ لَا يُخْرِجُهُ إِلَّا إِيمَانٌ بِي وَتَصْدِيقٌ بِرُسُلِي أَنْ أَرْجِعَهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ وَغَنِيمَةٍ أَوْ أُدْخِلَهُ الْجَنَّةَ»

হাদীসের ব্যাখ্যা:

انتدب অর্থ, জওয়াব দেওয়া বা জামিন হওয়া। হাদীসের মূল অর্থ হইল, সত্যিকার মুজাহিদ যদি সহীহ-সালামতে বাড়ীতে ফিরিয়া আসে, তখন সে হয়তো শুধু সওয়াব ও পুরস্কার নিয়াই ফিরে। অথবা পুরস্কার ও গনীমতের মাল উভয়টি লইয়া গাযী হইয়া ফিরিয়া আসে। অন্যথায় শহীদ হইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করে। মোটকথা, জেহাদে অংশ গ্রহণ করার মধ্যে মু'মিনের জন্য কোন অবস্থাতেই লোকসান নাই। যদি সে আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি বিশ্বাসের তাগিদে জেহাদে যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭৮৯ | মুসলিম বাংলা