মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৬৫
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৬৫। হযরত আবু যর (রাঃ) হইতে বর্ণিত, তিনি শুনিয়াছেন যে, রসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি এমন জিনিসের দাবী করে, যেই জিনিস প্রকৃতপক্ষে তাহার নহে, সে আমার উম্মতভুক্ত নহে। অবশ্য সে যেন তাহার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করিয়া লয়। —মুসলিম
كتاب الإمارة والقضاء
وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنِ ادَّعَى مَا لَيْسَ لَهُ فَلَيْسَ مِنَّا وَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

এই জাতীয় হাদীস সাধারণতঃ ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই বলা হইয়াছে। 'আমার উম্মতভুক্ত নহে' মানে আমার উম্মতের মুসলমানদের এই ধরনের কাজ করা উচিত নহে। মূলতঃ ইহা কবীরা গুনাহ্। কবীরা গুনাহ্ করিলে কাফের হয় না; বরং তাহাকে তওবা করিতে হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭৬৫ | মুসলিম বাংলা