মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৬২
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৬২। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আল্লাহর নিকট সবার চাইতে ঘৃণিত ব্যক্তি হইল, অতিশয় ঝগড়াটে লোক।—মোত্তাঃ
كتاب الإمارة والقضاء
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللَّهِ الْأَلَدُّ الخَصِمُ»

হাদীসের ব্যাখ্যা:

الد (আলাদ্দু) অর্থ হইল ভীষণভাবে ঝগড়ায় লিপ্ত হওয়া। الخصم আর ‘খাছম’ ঝগড়ার মধ্যে ডুবিয়া থাকা। প্রথম শব্দের দ্বারা কঠোরতা এবং দ্বিতীয় শব্দের দ্বারা অভ্যাসে পরিণত হওয়া বুঝান হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান